নিউজ ডেস্ক:
প্রযুক্তির আর্শিবাদে দিন দিন বেড়েই চলেছে ইন্টারনেটের ব্যবহার। সেই সাথে বাড়ছে সাইবার আক্রমণও। তবে এই আক্রমণ শনাক্ত করতে ও ঠেকাতে ততটা প্রস্তুত নয় প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্বের ৭৩ শতাংশ প্রতিষ্ঠানই এই আক্রমণগুলো শনাক্ত করতে ও ঠেকাতে ব্যর্থ।
‘অ্যাকসেনচার সিকিউরিটি ইনডেক্স’-এর তথ্যানুযায়ী, বিশ্বের প্রতি তিনটি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান তাদের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশগুলোতে থাকা সাইবার হুমকি পর্যবেক্ষণের সক্ষমতা রাখে। এ সর্ম্পকে অ্যাকসেনচার সিকিউরিটির ব্যবস্থাপনা পরিচালক কেলি বিসেল এক বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠানগুলো শেষ কয়েক বছরে তাদের নিরাপত্তা উন্নত করেছে, কিন্তু অত্যন্ত উদ্দেশ্যমূলক আক্রমণকারীদের গতির সঙ্গে এই উন্নতি পাল্লা দিতে পারেনি।
তবে কিছু প্রযুক্তি বিশেষজ্ঞের অভিযোগ, হ্যাকারদের দক্ষতাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপনের মাধ্যমে ভোক্তাদের কাছে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর পণ্য বিক্রি করানো হয়।