সাংবাদিক জাহিদ বাবুকে প্রাণনাশের হুমকি!

0
10

নিউজ ডেস্ক:পত্রিকায় সত্য ঘটনা তুলে ধরে সংবাদ প্রকাশ করায় জীবননগর প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ‘দৈনিক সময়ের সমীকরণ’র অফিস প্রধান ও জাতীয় দৈনিক পত্রিকা ‘যায়যায় দিন’র প্রতিনিধি সাংবাদিক জাহিদ বাবুকে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার ০১৭২৪-৯৩৫০২২ নম্বর মোবাইল থেকে তাকে এ হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় সাংবাদিক জাহিদ বাবু বাদি হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে গত বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জানা গেছে, জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণের জীবননগর অফিস প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। গত ৩০ এপ্রিল দৈনিক সময়ের সমীকরণের প্রথম পাতায় ‘জীবননগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিলার ব্যাগ তল্লাশির কথা বলে ছিনতাই : প্রায় অর্ধকোটি টাকার সোনা ৫ লাখে ফেরত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের দিনই দুপুর ২টা ৫০ মিনিটের সময় ০১৭২৪-৯৩৫০২২ মোবাইল নাম্বার থেকে জিএ জাহিদুল ইসলাম বাবুকে উক্ত সংবাদ প্রকাশ করার ক্ষমতা কে দিয়েছে বলে জানতে চাওয়া হয়। এর পর পরই সাংবাদিক জাহিদ বাবুকে কোন কথা বলার সুযোগ না দিয়ে, তাকে ভালো খাবার খেয়ে নিতে বলা হয়। এছাড়া যে কোন সময় তাকে খুন করে লাশ গুম করা হবে বলে হুমকি প্রদানসহ অকথ্য ভাষায় গালি প্রদান করে সন্ত্রাসীরা। পরবর্তীতে ওই নাম্বারে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় সাংবাদিক জাহিদ বাবু পেশাগত দায়িত্ব পালনে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পরগত বুধবার জাহিদ বাবু নিজ জীবনের নিরাপত্তা চেয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি নিয়ে জীবননগরসহ জেলার সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে অপরাধী ধরতে পুলিশের কাছে জোর আবেদন জানিয়েছেন সাংবাদিকরা।
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রাণনাশের হুমকির বিষয়ে থানায় জিডি হয়েছে। এ ব্যাপারে অনুসন্ধান করে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করতে পুলিশ জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
এদিকে, সাংবাদিক জাহিদ বাবুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধীদের সনাক্ত করে ব্যবস্থা নিতে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার কানাই লাল সরকারসহ পুলিশ প্রশাসনের কাছে দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এধরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সমীকরণ পরিবার।