লামা প্রতিনিধি: লামা সহকারি পুলিশ সুপারের সাথে প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল দুপুরে লামা সার্কেল অফিসে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরীর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন। এসময় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়। প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া নেতৃত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, লামা প্রেসক্লাবের সহ সভাপতি তানফিজুর রহমান, সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান, যুগ্নসম্পাদক মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল করিম আরমান, অর্থ সম্পাদক এম বশিরুল আলম, নির্বাহী সদস্য মো. নবীর উদ্দিন, রফিক সরকার, সাহাব উদ্দিন রিটু ও মংছিংপ্রু মার্মা ।
এই সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ লামা উপজেলায় আইন শৃংখলা উন্নয়নে পুলিশ জনতার সামাজিক বন্ধন সু-দৃড় করণের লক্ষে, পূর্বনিয়মে ওপেন হাউস ডে চালু রাখার পরামর্শ দেন। পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি বন্ধে, গজালিয়া ইউনিয়নে লুলাইন, লামা চিউনী মুখ, ফাঁসিয়াখালী গয়ালমারা এলাকায় পুলিশ ফাড়িঁ স্থাপনের গনদাবীর বিষয়টি তুলে ধরেন। আলোচনায় এএসপি বলেন, এই উপজেলায় আগের তুলনায় আইন শৃংখলা অনেক উন্নতি হয়েছে। পুলিশ বিভিন্ন হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামীকে পর্যন্ত নিবিড় তদন্তের মাধ্যমে আটক করতে সক্ষম হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা প্রদানের কথা উল্লেখ করে এএসপি বলেন, সাংবাদিক-পুলিশ একে অপরের পরিপূরক।