সরোজগঞ্জে মদসহ খেজুরতলার রাজন আটক

0
8

নিউজ ডেস্ক:
সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের রাজন আহাম্মেদ টিপন (৪৫) নাম একজনকে আটক করেছে। গতকাল শনিবার সরোজগঞ্জ এলাকার বহালগাছি গ্রাম থেকে ২ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই গকুল চন্দ্র অধিকারীসহ সঙ্গীয় ফোর্স বহালগাছি গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে খেজুরতলা গ্রামের মহাম্মদ মালিথার ছেলে রাজন আহাম্মেদ টিপনকে আটক করেন। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ২ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।