সরকার বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছে

0
22

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালন, মেহেরপুরে আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

নিউজ ডেস্ক:‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
সারা দেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা, যুব ঋণ-অনুদানের চেক প্রদান ও সফল যুব সংগঠকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘আমরা মধ্যমায়ের দেশের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ২০২১ সালেই তা ঘোষণা দেওয়া সম্ভব। প্রশিক্ষিত যুবশক্তি দেশ গড়ার কারিগর। তারাই দেশকে এগিয়ে নিতে পারে। বেকার যুবকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে কর্মঠ করে তুলতে হবে। যদি আমাদের সমস্যাগুলোকে সম্ভাবনার উৎস্যে রূপান্তর করতে পারি, তবে প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ অনুযায়ী বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে বেশি দিন অপেক্ষা করতে হবে না। মনে রাখতে হবে, নিজের দক্ষতা ছাড়া টিকে থাকা যায় না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। নিজেদের সফলতার গল্প তুলে ধরে বক্তব্য দেন প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুবক আব্দুল করিম, সফল যুব সংগঠক বিল্লাল হোসেন, বেসরকারি সামাজিক সংগঠন আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ হাসান হালিম প্রমুখ।
পরে যুবকল্যাণ তহবিল থেকে ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য নির্বাচিত চুয়াডাঙ্গা জেলার ৯টি যুব সংগঠন ও সংগঠকদের মধ্যে ১ লাখ ৮৫ হাজার টাকার ঋণ-অনুদান প্রদান করা হয়। এ ছাড়াও জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও শ্রেষ্ঠ যুব সংগঠনকে সম্মাননা জানানো হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি, ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। কলেজিয়েট স্কুলের উপধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, ক্রেডিট সুপারভাইজার আলাউদ্দিন, সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, প্রভাষক জিয়াউর রহমান প্রমুখ। সভায় যুবউন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ জন যুবককে ৬০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা যুব ঋণ ও ৪১টি মহিলা সমিতিকে ১২ হাজার টাকা করে ৪ লাখ ৮০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।
জীবননগর:
‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জীবননগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসানুল আজিজ, সাংবাদিক মিঠুন মাহমদ, আনোয়ারা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা যুবকদের মধ্যে চেক বিতরণ করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ঊষার সমন্বয়কারী আলমগীর হোসেন।
মেহেরপুর:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, ‘একটি দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে যুব সমাজ । দেশে যে ৬০% বেকার যুবক-যুবতী আছে, এদের যদি আমরা সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারি, তাদের যদি কর্মসংস্থানের জন্য লোন দিতে পারি, সেই সঙ্গে ব্যবসা সম্পর্কে প্রশিক্ষণ দিতে পারি, তাহলে আমাদের দেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। সরকার বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছে।’ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবস উপলক্ষে অনুদানের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ইতিমধ্যে আপনার লক্ষ্য করেছেন, যুবকদের কর্মসংস্থানের জন্য যুব উন্নয়ন কেন্দ্র তৈরি হয়েছে। বর্তমান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুরে যুবক-যুবতীদের ট্রেনিংয়ের শেখ কামাল আইসিটি ইনস্টিটিউট তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন। এখান থেকে আইটি বিষয়ে যুবকেরা ট্রেনিং নিয়ে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করবে। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে, আমাদের যুবক-যুবতীরা যেন কোনো সময়ের জন্য মাদকাসক্ত না হয়।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে নির্বাচনী ইশতেহারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা আছে। সে জন্য আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের ছেলে-মেয়েরা যেন মাদকাসক্ত না হয়।’ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, যুব সমাজ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও যেন করতে পারে, সে জন্য মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
গতকাল শুক্রবার দুপুরে ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানে মেহেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা, অনুদানের চেক এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে উপপরিচালক ফিরোজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কু-ু। এর আগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। অনুষ্ঠান শেষে যুব কল্যাণ তহবিল থেকে ৮ জনকে ৫ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণ প্রদান, ৬ জনকে ১ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান এবং ২০ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
ঝিনাইদহ:
‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল শুক্রবার সকালে যুব ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে যুব উন্নয়ন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশীদ, ডেপুটি কো-অর্ডিনেটর ইকবাল মাহমুদ, কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার আব্দুল্লাহ আল বাকী প্রমুখ। পরে প্রশিক্ষিত ১৪ জন যুবক ও যুবতির মধ্যে ৮ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।