রাঙ্গিয়ারপোতায় মাদক, চোরাচালান ও সন্ত্রাস দমনে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতায় মাদক, চোরাচালান ও সন্ত্রাস দমনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে রাঙ্গিয়ারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গিয়ারপোতা গ্রামবাসীর সহযোগিতায় ও গ্রাম উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেগমপুরের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বলেন, পুলিশ, সাংবাদিক ও এলাকার জনগণ একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ালে এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। এ সময় তিনি বলেন, ‘আপনারা মনে রাখবেন মাদক, চোরাচালান ও সন্ত্রাস দেশ, সমাজ ও পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। যাদের পরিবারে একটি সন্তান মাদকসেবী আছে, আজ সেই পরিবারই জানে মাদকের ভয়াবহতা। আজ আপনি মাদকের বিরুদ্ধে রুখবেন না, কাল ওই মাদকই আপনার সন্তানকে বিপথগামী করে তুলবে। তাই দেশ, সমাজ ও পরিবারকে রক্ষা করতে আপনারা সবাই পুলিশের পাশে এসে দাঁড়ান। কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকব না, এ কথা শুধু মুখে বললে হবে না, এটা অন্তরে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে।’ এ ছাড়া আলোচনা সভায় গ্রামে মাদক ও চোরাচালান নির্মূল কমিটি গঠনের প্রস্তাবনা সম্পর্কেও আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান, বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদ প্রমুখ।