সব কর্মীকে দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে

0
11

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি সাহিদুজ্জামান খোকন
নিউজ ডেস্ক:মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, ‘আসন্ন গাংনী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। কেউ কেউ সম্মেলনে উত্তেজনা তৈরির চেষ্টা করছেন। আমি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের লাঠি হাতে সম্মেলন সুষ্ঠুভাবে শেষ করতে বলব। আপনারা যদি মনে করেন, লাঠি নিয়ে এলে সম্মেলন প- হবে, ভুল করবেন। দুর্নীতি করে কোনো কোনো নেতা পার পেতেই উপজেলাব্যাপী অশান্তি সৃষ্টি করছেন। সব নেতা-কর্মীকে দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে গাংনী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সাহিদুজ্জামান খোকন এসব কথা বলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা, পৌরসভা, শিক্ষক-সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষে থেকে ফুলের মালা পরিয়ে এমপি সাহিদুজ্জামান খোকনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে এমপি সাহিদুজ্জামান খোকন তুরস্ক সফরের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি তুরস্ক সফরে এশিয়ায় রোহিঙ্গা-সমস্যা, ফিলিস্তিন-সমস্যা, নিজ দেশসহ এশিয়ার বিভিন্ন দেশের সমস্যা সমাধানে বাংলাদেশের অবদান তুলে ধরেন এবং সদস্য দেশগুলোর প্রতি বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মকুল, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাবেক ছাত্রলীগে নেতা রবিউল ইসলাম ও হাসান রেজা সেন্টু।