সচ্ছলতা ফেরানোর আগেই লাশ হলো রউফ

0
12

মালয়েশিয়ার শ্রীলংগর প্রদেশে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
নিউজ ডেস্ক:মালয়েশিয়ার শ্রীলংগর প্রদেশের কেফংএ সড়ক দুর্ঘটনায় আব্দুর রউফ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মরহুম ইউনছ মন্ডলের ছেলে। আ. রউফের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
নিহত রউফের স্ত্রী রোকেয়া বেগম জানান, আর্থিক সচ্ছলতা ফেরাতে ৪ বছর আগে ধার-দেনা করে আব্দুর রউফকে মালয়েশিয়ায় পাঠায় তার পরিবার। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সময় কেফং শহরে এমআরটি স্টেশনে একটি তেলের গাড়ীর আ.রউফকে ধাক্কা দিলে, আব্দুর রউফ মাটিতে পড়ে গেলে পিছনের চাক্কায় পিষ্ট হয়। এসময় স্থানীয়রা সঙ্গে সঙ্গে আব্দুর রউফকে সরকারি চুংগায় ব্লু হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাগ্যের চাকা ঘোরাতে ২০১৫ সালে আ.রউফ মালয়েশিয়ায় গমন করেন। তিনি শ্রীলংগর কেফংএ আহম্মদ জ্যাকি নামে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। নিহত আব্দুর রউফের ভাই জানান, আগামী দুই তিনের মধ্যে নিহতের মরদেহ দেশে আনা হবে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুর রউফ অনেক কষ্ট করে ধার দেনা করে ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়ায় পাড়ি জমায়। এখনো সে তার পরিশোধ করতে পারিনি। রউফের মৃত্যুর খবরে সবাই কান্নায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।