নিউজ ডেস্ক:
৩২ কার্যদিবসে দশ বিল পাস ও একটি প্রস্তাব গ্রহণের পর দশম জাতীয় সংসদের চতুর্দশ ও শীতকালীন অধিবেশন শেষ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১০টা ৪০মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান। এর আগে, গত ২২ জানুয়ারি সংসদের অধিবেশন শুরু হয়।
সমাপনী ভাষণে স্পিকার অধিবেশন সফলভাবে সমাপ্তির জন্য প্রধানমন্ত্রী, বিরোধী নেতা, মন্ত্রী, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি জানান, আজকের দিনসহ (শনিবার) মোট ৩২টি কার্যদিবস অতিবাহিত হয়েছে। এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ২৩১ জন সংসদ সদস্য ৬৪ ঘণ্টা ৮ মিনিট আলোচনা করেছেন। এছাড়া এ অধিবেশনে প্রাপ্ত মোট ১৭টি বিলের মধ্যে ১০টি বিল পাস হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাল্যবিবাহ নিরোধ বিল-২০১৭।
আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও অষ্টম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৮৫টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ১২টি নোটিশ গ্রহণ করা হয়েছে এবং ৪টি নোটিশের ওপর আলোচনা হয়েছে। এ ছাড়া ৭১ (ক) বিধিতে ২ মিনিট করে আলোচিত নোটিশ ছিল ১৫টি। অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৬১টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে ৯৬টির উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর উদ্দেশে ৪২৬০ প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ৩১৫৪টির উত্তর দিয়েছেন মন্ত্রীরা।
এই অধিবেশনের শেষ দিনে শনিবার ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করা নিয়ে সোয়া ৬ ঘণ্টা আলোচনা হয়। স্পিকারের সমাপনী ভাষণের আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদও সমাপনী ভাষণ দেন।