শ্রদ্ধায় ও ভালোবাসায় জাতীয় চার নেতাকে স্মরণ

0
13

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে জেলহত্যা দিবস পালন

নিউজ ডেস্ক:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথক আয়োজনে স্মরণসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে চুয়াডাঙ্গায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ছয়টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় পতাকা অর্ধনমিত করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহামেদ। পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে বিন¤্র শ্রদ্ধা ও মাল্যদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, ত্রাণ সম্পাদক এ নাসির টেংরা, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ আলী চন্দন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, সাংগঠনিক সম্পাদক ওয়াসকুরনী টিটো, পিপি অ্যাড. বেলাল হোসেন, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক, সাধারণ সম্পাদক রিপন ম-ল, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, আব্দুর রসিদ, রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নাহার কাকুলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, গরীব রুহানী মাসুম, যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি শাহাবুল হোসেন প্রমুখ।
বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলহত্যা দিবস ও জাতীয় চার নেতার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহম্মেদ পেদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব, উপপ্রচার সম্পাদক শওকত আলী, সদস্য অ্যাড. বেলাল হোসেন পিপি, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগের নেতা আব্দুল কাদের। দোয়া মাহফিল পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু।
এদিকে, জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল রোববার সকাল ছয়টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলনসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর ঘনিষ্ঠ চার সহোচরদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, আওয়ামী লীগের নেতা টিপু আহমেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাসুমা আক্তার, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা কৃষক লীগের সদস্য ভূলন শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সামাদ মল্লিক, খাইরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমরান শেখ, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খন্দকার মামুন, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম টোকন, প্রচার সম্পাদক সেলিম মল্লিক, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তানবিন আহমেদ সোহাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা আরফিন সজীব, এলাহী তৌফিক, তানজিল তন্ময়, শেখ রাব্বি, লিখন, অঙ্কন, রাইসুল, শিপন, শাওন, ইমনসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
অপর দিকে, জেলহত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে চারটায় জেলা যুবলীগের দলীয় কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতা শরিফ হোসেন দুদু, যুবলীগের নেতা মাসুম, আল ইমরান শুভ, শাহিন, পিরু, বিপ্লব, খালেদ, আসাদ, পিয়াস, সৈকত, কালু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাজেদুল ইসলাম লাভলু। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন ঠাকুরপুর জামে মসজিদের খতিব ওমর ফারুক।
অন্যদিকে, জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল করেছে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগ। গতকাল রোববার আসরের নামাজের পর ফাতেমা প্লাজায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান চন্দন, গোলাম মস্তফা লালা, জাকারিয়া হোসেন, শেখ মিমন আহমেদ শাহীন, গোলাম মস্তুফা রেজা, তুহিন ইসলাম রানা, তুহিন ইসলাম রানা, আব্দুল মতিন দুদু, রফিকুল ইসলাম, মো. নাসির উদ্দিন, সাজ্জাদুর রহমান ঝণ্টু, ইদ্রিস আলী, ফজের মেম্বর, শাহীন বিশ্বাস, ডালিম, জুলমত, মশিউর রহমান, বাবু আলী ও আব্দুল মালেক। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা কৃষক লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মোহাম্মদ শান্তি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির।
এদিকে, চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা রমজান আলী বিশ্বাস, জয়নাল আবেদিন, লুৎফর ম-ল, আব্দুল কাদের জোয়ার্দ্দার, আব্দুস সালাম নিণ্টু, ছাত্রলীগের সাবেক নেতা নকিবুল্লাহ, তরিকুল জনিসহ স্থানীয় নেতারা। আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিয়ার রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন ইকবাল।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক তবা, যুবলীগের নেতা সাইফুর রহমান পিণ্টু, সাকিব, হাসান, সৈয়কত, মহিলা আওয়ামী লীগের নেত্রী সাহিদ খাতুন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, ওলিউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।
জীবননগর:
জীবননগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শাখাওয়াত হোসেন ফরজ প্রমুখ।
হাসাদাহ:
জীবননগর উপজেলার রায়পুর বাজারে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে রায়পুর বাজারে আওয়ামী লীগের নেতা সাইদুর রহমানের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, বঙ্গবন্ধু শিশু-কিশোর মঞ্চের রায়পুর ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের রায়পুর ইউনিয়ন সভাপতি রবজেল আলী, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সোরাফ উদ্দীন, আমানুর ইসলাম, আলী, যুবলীগের নেতা অসিম কুমার, ইয়াদুল ইসলাম, ইসরাইল, স্বপন খান, রমজান আলী প্রমুখ।
মেহেরপুর:
জেলহত্যা দিবসে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানাতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মেহেরপুরে জেলা আওয়ামী লীগ জেলহত্যা দিবস পালন করেছে। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও কালোরাত এ দিনটি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। গতকাল রোববার বিকেলে জেলহত্যা দিবসে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানাতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মেহেরপুর জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, দপ্তর সম্পাদক মখলেচুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হিরা, শাশ্বত নিপ্পন চক্রবর্তী, অ্যাড. খ. ম ইমতিয়াজ হারুন বিন জুয়েল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, বর্তমান সভাপতি আব্দুস সালাম বাঁধন, জেলা যুব মহিলা লীগের সম্পাদিকা অ্যাড. রুত শোভা ম-ল প্রমুখ। এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মতিয়ার রহমান মতি, জেলা ছাত্রলীগের সহসভাপতি আসিফ, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
ঝিনাইদহ:
নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঝিনাইদহে জেলহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের এইচএসএস সড়কস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলহত্যা দিবসের কর্মসূচির শুরু হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাইসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও সন্ধ্যায় ঝিনাইদহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শহীদ জাতীয় চার নেতার আদর্শে দেশ গড়ার অঙ্গীকার করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। আর জাতীয় চার নেতার খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবিও জানান তাঁরা।