ঝিনাইদহ সংবাদদাতাঃ শুক্রবার (২৮ জুলাই) সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফিরোজ বিশ্বাস (৩৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত নসিম উদ্দিন মন্ডলের ছেলে বকুল মন্ডল (৪০) ও শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে ফারুক হোসেন (৩০)।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পদমদি গ্রামে অভিযান চালায়। এসময় ফিরোজ বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ৯ কেজি ৩’শ গ্রাম গাঁজাসহ বকুল মন্ডল ও ফারুক হোসেন নামের আরো দুই জনকে আটক করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানান তিনি।