স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
শৈলকুপায় অবৈধ ইটভাটায় বন ও পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। তাদের একটি টিম শৈলকুপা উপজেলার পৌর শহরে অবৈধ ৩টি ইটভাটার ড্রাম চিমনী ভেঙ্গে দিয়েছে। একই সাথে ৫লক্ষ টাকা জরিমানা করেছে। বুধবার বিকালে শহরের চতুড়া ও মজুমদারপাড়ায় ইটভাটার চিমনীগুলি ভেঙ্গে দেয়।
যশোর থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ আতাউর রহমান, বন ও পরিবেশ অধিদপ্তর খুলনার কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্রে এ অভিজান পরিচালনা হয়। অবৈধ ভাটা পরিচালনার দায়ে সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, বকুল বিশ্বাস, মনির জোয়ার্দ্দার কে মোট ৫লক্ষ টাকা জরিমানা করে। এসময় বিপুল সংখ্যক জনতা ভিড় করে।
বন ও পরিবেশ মন্ত্রনালয় যশোরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ আতাউর রহমান জানান, আইন অনুযায়ী ড্রাম চিমনী করে ইট পোড়ানো ও ভাটা তৈরী নিষিদ্ধ। তাই ঝিনাইদহে অভিযান চালানো হচ্ছে, শৈলকুপার ৩টি অবৈধ ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে, অভিযান চলবে।