স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় ইয়াবা ও গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো শৈলকুপার খালকুলা এলাকার ইমদাদুল হক ও নাগিরহাট গ্রামের রুহুল ওরফে লালু কুন্ডু। জানা গেছে, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলামের নির্দেশে এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে ব্রজেন, হাফিজ, এএসআই আজাদ, সোহেল ও প্রলয় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে শৈলকুপার শিক্ষকপাড়া এলাকা থেকে ১৩পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ইমদাদুল হক কে আটক করে। এছাড়া উপজেলার নাগিরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে ৫০গ্রাম গাঁজা সহ রুহুল ওরফে লালুকুন্ডু কে আটক করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, এদের বিরুদ্ধে শৈলকুপা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।