Home জেলার খবর শৈলকুপায় এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম

শৈলকুপায় এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপায় লিসন হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে এক ইউপি মেম্বর। সে শৈলকুপার সারুটিয়া গ্রামের কৃষক গোলাম রসুলের ছেলে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কৃত্তিনগর ক্যানেলের ব্রীজ সংলগ্ন এলাকায় তার উপর হামলা চালানো হয়। লিসনের চাচা মাসুদ জানান সকালে মোটরসাইকেলযোগে কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল লিসন। এ সময় ইউপি মেম্বর গোসাইডাঙ্গা গ্রামের বাপ্পি হাসান ১০/১২জন লোক নিয়ে লিসনকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাতলাগাড়ী বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠায়। লিসন রক্তাত্ব অবস্থায় পরীক্ষায় অংশগ্রহন শেষে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বিষয়টি নিয়ে সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষিদের শাস্তি দাবী করেন। শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হামলার বিষয়টি তিনি শুনে শৈলকুপা থানার ওসিকে মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন।

 Save as PDF