শৈলকুপায় আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ

0
9

সাংবাদিক পুলিশসহ আহত ৫ : গ্রেফতার-৮

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপা বাজারে গতকাল সোমবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে সাংবাদিক পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় স্কাইলাইন কাউন্টার হামলা চালিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাস ভাঙচুর ও যাত্রীদের মালামাল বিনষ্ট করে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন সাংবাদিক শিহাব মল্লিক। সংঘর্ষ থামাতে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। পুলিশ উভয়পক্ষের ৮ জনকে আটক করেছে। বর্তমান পরিস্থিতি শান্ত। শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলার প্রক্রিয়া চলছিল।