নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক হতভাগ্য মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহত ওই মায়ের শিশু কন্যা। গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুকন্যাকে উদ্ধার করে প্রথমে হারদী স্বাস্থ্য কেন্দ্র ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাজশাহীর নওগাঁর প্রতিবন্ধী রফিকুল ইসলাম ও সুইটি আলমডাঙ্গা পশুহাট এলাকার রেল লাইনের পাশে একটি কুড়ে ঘরে বসবাস করতো। ভিক্ষে করে সংসার চালাত। তাদের ২ বছর বয়সের রুমি নামের এক কন্যা সন্তান রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মা সুইটি রেললাইন পার হয়ে টিউবওয়েলে পানি নিতে যায়। সে সময় অবুঝ শিশুকন্যা রুমি মায়ের পিছু পিছু রেললাইনের উপর চলে আসে। বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে হঠাৎ খুলনাগামী (ডাউন) রূপসা এক্সপ্রেস ট্রেন চলে আসে। ট্রেনটি দেখতে পেয়ে মা সুইটি খাতুন শিশুকন্যাকে বাঁচাতে দ্রুত মেয়ের কাছে রেললাইনের উপর ঝাঁপ দেয়। এতে শিশুকন্যা রুমি উল্টে একপাশে পড়ে প্রাণে রক্ষা পায়। কিন্তু সে সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মা সুইটি। মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। শিশুকন্যাকে বাঁচাতে জীবন দিলেও অক্ষত থাকেনি শিশু রুমি। রেললাইনের উপর ছিটকে পড়ে সে। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে হারদী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রাখা হয়। পরে তার অবস্থার অবনিত হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।