চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র হোস্টেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
নিউজ ডেস্ক:চুুয়াডাঙ্গা সরকারি কলেজ হোস্টেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন কবির (২২) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী রেফার্ড করেন। তবে ঘটনার পরপরই কলেজসহ চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় চুুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। আতঙ্কে কলেজ হোস্টেল প্রায় ফাঁকা হয়ে পড়েছে। হোস্টেলের বেশির ভাগ শিক্ষার্থীই আতঙ্কে বাড়ি চলে গেছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় চুুয়াডাঙ্গা সদর থানায় কোনো অভিযোগ হয়নি বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সরকারি কলেজ হোস্টেলের দ্বিতীয় তলার হুমায়ুনের কক্ষে এ ঘটনা ঘটে। জখম হুমায়ন কবির দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও চুুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।
কলেজ হোস্টেল থেকে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে হুমায়ুন কবিবের বন্ধু অনার্স তৃতীয় বর্ষের সাগরের সাথে হোস্টেলের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র বিপুলের সাথে গোসল করা নিয়ে খুনসুটি বাদে। এতে বিপুল জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে তর্ক করায় হুমায়ুন কবির প্রতিবাদ করে। এতে বিপুলের সাথে একপর্যায়ে কথা কাটাকাটি হয় হুমায়ুন কবিরের। এরই জের ধরে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে হুমায়ুন কবিরকে কলেজ হোস্টেল রুমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় বিপুল। পরে হোস্টেলের ছাত্ররা রক্তাক্ত জখম অবস্থায় হুমায়ুন কবিরকে উদ্ধার করে চুুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তার শরীরের বিভিন্ন স্থানে সেলাই প্রদান করে প্রাথমিক চিকিৎসা দেন।
কর্তব্যরত চিকিৎিসক বলেন, তার অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদিকে, গতকাল বিকেলে এই আহত হুমায়ুনের পরিবারের সদস্যরা রাজশাহীর উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন।
এ বিষয়ে চুুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অভ্যন্তরীণ ঘটনাকে কেন্দ্র করে হোস্টেলে এক ছাত্রকে কুপিয়ে জখম করেছে। তবে এটা কোন রাজনৈতিক বিষয় না। আমরা এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা দ্রুত আইনি পদক্ষেপ নেব বলে জানায় এই কর্মকর্তা।