নিউজ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে প্রায় ৭ কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।
গতকাল সোমবার বিকেলে ইউএস এয়ারওয়েজের বিমান থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউস সূত্র জানিয়েছে, তাদের কাছে তথ্য ছিল ওই বিমানে করে সোনার বার নিয়ে আসছে চোরাকারবারিরা। পরে সোমবার বিকেল ৪টায় বিমানটি অবতরণ করলে ভেতরে তল্লাশি করা হয়। সিটের নিচে ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো ৬০টি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।