জাহিরুল ইসলাম মিলন// শার্শা থানা প্রতিনিধি,যশোরঃ শার্শায় উপজেলা প্রসাশনের উদ্যগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুত, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রহীম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ মোজাফ্ফর হোসেন, উলাসী ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হক, বাগআঁচড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আরিনা খাতুন, বাগআঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটন ও বাগআঁচড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং উপজেলা প্রসাশনের কর্মকর্তা গন।