শার্শা (যশোর) প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীর ও গঙ্গাচড়া সংখ্যালঘুদের উপরে হামলা নির্যাতন এর প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা শাখা মানববন্ধন কর্মসুচি পালন করেন।
শনিবার বেলা ১১ টার সময় শার্শার নাভারন মোড়ে শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরিতোষ সরকার এর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা পূজা পরিষদের সভাপতি শ্রী অসীম কুমার কুন্ডু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক যোগেশ দত্ত, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বৈধ্যনাথ দাস, সিনিয়ার যুগ্ম সম্পাদক সুকুমার দেবনাথ , জয়দেব সিংহ, নীল কোমল সিং, সাধন কুমার , শ্রী শান্তিপদ গাঙ্গুলি, গোবিন্দ মজুমদার, কার্ত্তিক হালদার।
মানববন্ধন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বেনাপোল পৌর আওয়ামীলীগ যুবলীগের আহবায়ক ও শার্শা পূজা উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার দেবনাথ।