নিউজ ডেস্ক:
‘এখন অপেক্ষা শুধু শাকিবের। তার পথ চেয়ে আছি। কখন সে আসবে। ‘ -কথাগুলো পুরোপুরি শেষ না হতেই বুবলীর কাছে প্রশ্ন ছুড়লাম। কি বলছেন, এতো কিছুর পরও শাকিবের জন্য অপেক্ষা? আপনার সাহস আছে বটে…এবার কিছুটা হেসে বুবলী বললেন, ‘কি আশ্চর্য আমি কি অন্যকিছু ‘মিন’ করেছি নাকি। অপেক্ষা করছি কলকাতা থেকে শাকিব কবে ফিরবে। কারণ সে ফিরলেই অহংকার ছবির একটি গানের কাজ সম্পন্ন হবে। আর এর মাধ্যমেই ক্যামেরা ক্লোজ হবে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ ছবিটির। ভয় নেই, আমি কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করি না।
বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে বুবলী বলেন, ‘গতকাল সোমবার অহংকারের কিছু ডাবিং শেষ করলাম। এছাড়া কয়েকটি ‘সিন’ ক্যামেরাবন্দি হওয়া বাকি রয়েছে। মোটামুটি ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে ছবিটির। আর গানের কথা তো আগেই বললাম।
তা, গানটি চিত্রায়নের জন্য দেশের বাইরে যাচ্ছেন কবে? ’কোথাও যাচ্ছি না দেশেই শুটিং হবে…মুখের কথা শেষ না হতেই পাল্টা প্রশ্ন ছুড়লাম। জানতে চাইলাম, তাহলে কি কাউকে ভয় পাচ্ছেন বা কারো আপত্তিতে যাচ্ছেন না এমন কিছু? এবার বুবলী বললেন, ‘আপনারা পারেনও বটে! কি যে বলেন না! ভয় পাবো কেন? আসলে গানটির দৃশ্যায়ন হবে একটি গ্রামের সেটে। তাই চিত্রায়নের প্রয়োজনে কোনো একটি গ্রামের স্পটেই ক্যামেরা অন হবে।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বুবলী বলেন, ‘বেশ কয়েকটি ছবির প্রস্তাব রয়েছে হাতে। আশা করি শিগগিরই অফিসিয়ালি এসব খবর জানানো হবে।
এদিকে, শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও বুবলীর কথা কাটাকাটি নিয়ে গত দুই/তিনদিন বেশ সরগরম মিডিয়াপাড়া। কেউ কথা বলছেন অপুর আবেগ নিয়ে, কেউ বা আবার প্রশ্ন তুলছেন বুবলীর নিরাপত্তা নিয়ে। তবে যে যাই বলুক না কেন, একমাত্র শাকিব খানই এ জটিল অঙ্কের সমাধান দিতে পারে বলে মনে করছেন বোদ্ধারা। এখন দেখার পালা শাকিব খানের গণিতবিদ্যা কতদূর?