চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উদ্যাপন
নিউজ ডেস্ক:নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথক আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা বড় বাজার রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সহসভাপতি কুদ্দুস মহলদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু ও জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু। এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী বেগম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল হান্নান, মনিরুজ্জামান লিপ্টন, আনিসুল হক বিশু, জেলা যুবদলের সদস্য শাহাবুদ্দিন, অপু, হাবিবুর রহমান রাজিব, হাসান আলী, শাহাজামাল, মহাসীন আলী, রফিক, আব্দুল লতিফ ফতো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ছাত্রদলের নেতা মোস্তফা জামান মস্ত, মো. আব্দুল হাদি জিতু, মোস্তাফিজুর রহমান কনক, ওমর ফারুক সুমন, জোসিও, জিসান প্রমুখ। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করেছিলেন। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আমাদের, আজকে যখন আমরা তাঁর জন্মদিন উদ্যাপন করছি, তখন আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে, বেআইনিভাবে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী শাসকগোষ্ঠী কারাগারে আটক করে রেখেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে। হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। গ্রেপ্তার করেছে, হত্যা করেছে, গুম করেছে। দেশকে একটা অগণতান্ত্রিক, স্বৈরাচারি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ।’
মেহেরপুর:
মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় শহরের কালাম মার্কেট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, ইলিয়াছ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো ও যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা দলের নেতা রাইহানুল কবীর, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, ‘আজ গণতন্ত্র অবরুদ্ধ, কারাগারে বন্দী। শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে আমাদের অঙ্গীকার বহুদলীয় গণতন্ত্র পূনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম।’
ঝিনাইদহ:
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহবুব আলম মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, জাহিদুজ্জামান মনা, মুন্সী কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সভায় বক্তারা, বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করেন। আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।