নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়াই শখের বসে বাবার পাওয়ারট্রিলার চালাতে যেয়ে দুর্ঘটনার শিকার হয়ে গুরুত্বর জখম হয়েছে শিশু আকাশ (১১)। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নিজ এলাকাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যা গুরুত্বর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতারে নিয়ে আসে। আহত শিশু চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবারিয়া ছাগলাপাড়ার আবুল কামালের ছেলে ও চুয়াডাঙ্গা ভি জে সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজ এলাকাতেই ধান চাষের জন্য পাওয়ারট্রিলার দিয়ে জমি চাষ করছিল আবুল কামাল। এ সময় আকাশ পাওয়ারট্রিলার চালাতে চালাতে চাইলে তার পিতা তাকে নিয়ন্ত্রণের নিয়ম শিখিয়ে দিলে আকাশ পাওয়ারট্রিলার চালাতে শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পাওয়ারট্রিলারের নিচে পড়ে যায়। এ সময় পাওয়ারট্রিলারের ফালে আকাশের মাথায়, হাতে ও পিঠে গুরুত্বর জখম হয়। পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় শিশুটিকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে আনলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখে।