মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে আখ্যা দিয়েছেন। এসময় তিনি দাবানলের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ভূমিকার কথাও উল্লেখ করেন। এসময় বাইডেন বলেন, আসন্ন প্রেসিডেন্টের টিমের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেক বিষয়ে আমরা কাজ করছি এবং আশা করছি তারাও একইভাবে কাজ চালিয়ে যাবেন।
এসময় হতাহতের বিষয়ে জো বাইডেন জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলের বাড়িঘর লুটপাটের বিষয়ে এসময় উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।
সেখানে ঘরবাড়িসহ ১০ হাজারের অধিক অবকাঠামো ধ্বংসের খবর পাওয়া গেছে। স্মরণকালের ভয়াবহ লস অ্যাঞ্জেলেসের পাঁচটি কাউন্টিতে জ্বলতে থাকা এই দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন সেখানকার দমকলকর্মীরা। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা বারবার ব্যাহত হচ্ছে।
গত বুধবার হলিউড হিলসে সূত্রপাত হওয়া এই দাবানলের শিকার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামী-দামী তারকারাও।