যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আগুনে পুড়ে ধ্বংস হচ্ছে রাস্তার পাশে থাকা বিলাসবহুল বাড়ি-ঘর ও গাড়ি। এ দাবানলে ইতিমধ্যে ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা দাবানলের ভয়াবহতা তুলে ধরে বলেছেন, মনে হচ্ছে এই এলাকাগুলোয় একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো এখনো অনিরাপদ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী, দাবানল থেকে আনুমানিক ৫৭০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে। এটি মার্কিন ইতিহাসে অন্যতম বড় অর্থনৈতিক বিপর্যয় হিসেবে বিবেচিত হতে পারে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ছয়টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে, যার মধ্যে তিনটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। পরিস্থিতির অবনতির কারণে লস অ্যাঞ্জেলেসের প্রায় ১ লাখ ৭৯ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তৈরি করা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্র।
এ দাবানলকে ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। উদ্ধার ও পুনর্বাসনে কাজ করছে প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো।