নিউজ ডেস্ক:
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ দিবস-২০১৭ এ অংশগ্রহণের উদ্দেশে গতকাল রবিবার ঢাকা ত্যাগ করেছেন।কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) আয়োজনে যুক্তরাজ্যের লন্ডনে আজ সোমবার (১৩ মার্চ) কমনওয়েলথ দিবস ২০১৭ উদযাপিত হবে।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) এক্সিকিউটিভ কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি একই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
এবারের কমনওয়েলথ দিবসের মূল প্রতিপাদ্য ”শান্তি প্রতিষ্ঠায় কমনওয়েলথ”।
সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ দিবস-২০১৭ এর উদ্বোধন, শান্তিময় কমনওয়েলথ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক সেশন, গোলটেবিল বৈঠক, অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণসহ বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। আগামী ১৫ মার্চ স্পিকার সিপিএ’র স্কটল্যান্ড শাখা পরিদর্শন করবেন।
স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।সফর শেষে আগামী ১৭ মার্চ দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।