মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ “পয়ঃ বর্জের সুষ্ঠু ব্যবস্থপনা উন্নত স্যানিটেশনের সম্ভাবনা, পরিস্কার হাত, সুন্দর ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে (আজ) বুধবার জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দুপুরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হুমায়রা বেগম।
অন্যান্যদের মধ্যে ২০ রকমের রোগবালাই থেকে রক্ষার জন্য হাত পরিস্কার রাখার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হারুনুর রশিদ প্রমুখ। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আদর্শ সামাদ সরকারী বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় ডিসপ্লে এবং হাত ধোয়ার পর্ব। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।