মু.ওয়াছীঊদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুরে জাসদের সাবেক সংসদ সদস্য প্রয়াত আবুস ছাত্তারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় তার ছেলে ফয়েজ মিল্লাতের বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি ও স্থানীয় আ’লীগ সভাপতি আবদুল খালেক বাদলের বিরুদ্ধে। ফয়েজ সার ও কীটনাশক ব্যবসায়ী। হামলার সময় ওই ব্যবসায়ীর বাড়ী থাকা গোডাউন থেকে প্রায় ৮ লাখ টাকার কীটনাশক লুটে নেওয়া হয়। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
হামলাকারী সাইফুল হাসান রনি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও আবদুল খালেদ বাদল ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি।
ভূক্তভোগী ব্যবসায়ী আবুল ফয়েজ মিল্লাত জানান, রাত ১০টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান রনি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাদল এর নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তার বসত ঘরে অর্তকিত হামলা চালায়। এসময় তারা ব্যবসায়ীর বসত ঘর ভাংচুর করে বাড়ীতে থাকা গোডাউন থেকে ৮লাখ টাকার কীটনাশক লুটে নেয়।
ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, জাসদের রাজনীতি সাথে তার পরিবার জড়িত থাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।
অভিযুক্ত চেয়ারম্যান রনির সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার পরও তাকে পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। তদন্ত করে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।