মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি :
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে বর্ষবরণ (বাংলা ১৪২৫) করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যেগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুরগাড়ী, পালকী ও কামার-কুমার সমপ্রদায়সহ দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক শোভা পায়।
পরে স্টেডিয়াম মাঠে বর্ষবরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরবিহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এক এম সালাহ উদ্দিন টিপুসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।