লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগিতা এবং হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান ‘উদ্ভাবকের খোঁজে’ বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। (আজ) সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা ব্র্যান্ডিং নিয়ে কথা বলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরো ছিলেন সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ- পরিচালক ড. মো. সফি উদ্দিন প্রমুখ।
দেশের প্রায় ৭৫ ভাগ সয়াবিন এ জেলায় উৎপাদন হওয়ায় জেলা ব্র্যান্ডিং এর তালিকায় সয়াবিন স্থান পেয়ে সয়াল্যান্ড হিসেবে ব্রান্ডিং করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি নানা ধরনের পরামর্শমূলক বক্তব্য রাখেন জেলায় কর্মরত সংবাদ কর্মীরা। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।