নিউজ ডেস্ক:
সৌদি আরবের রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে লিটন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে বাসায় তার মৃত্যু হয়।
ফখরুল ইসলাম লিটন ফেনী জেলার সদর উপজেলার পাঁচ গাছিয়া ইউনিয়ন পশ্চিম বিজয় সিংহ গ্রামের মরহুম আবুল কাসেমের তৃতীয় ছেলে।
লিটনের ভাগিনা শাহজাহান সাজু জানান, লিটন মামা রিয়াদের ওলায়া এলাকায় একটি সুপার মার্কেটে চাকরি করতেন। শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে স্ট্রোক করে মারা গেছেন। তার লাশ বর্তমানে সেমুসী হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
লিটন দির্ঘদিন থেকে প্রবাসী। দেশে তার স্ত্রী এবং ২ছেলে এবং ১মেয়ে রয়েছে। বড় ছেলে সম্প্রতি এসএসসি পরীক্ষা পাশ করেছেন।
ফখরুল ইসলাম লিটনের লাশ দেশেপিাঠানোর চেষ্টা চলছে বলেও জানান সাজু।