নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ হলি আর্টিজানে শ্রদ্ধা জানাতে গিয়ে নাটক করেছেন। তিনি আরো বলেন ‘বিএনপি হচ্ছে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক’
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামে একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।
গত বছরের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় দেশি-বিদেশি ২০ জনসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয়জন নিহত হয়। আইএস এর পক্ষ থেকে এদের মধ্যে পাঁচজনকে তাদের ‘সৈনিক’ বলে দাবি করে, তারা হামলার দায় নেয়।
গত ১ জুলাই হলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বিএনপি নেতা রিজভী আহমেদ। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রিজভী বলেছিলেন, আমাদের আবহমান বাংলার যে সম্প্রীতির বন্ধন, তাতে কালিমার তিলক দিয়েছে এই হামলা। ক্ষমতাসীনদের পক্ষ থেকে যখনই বলা হয় উগ্রবাদ নির্মূল করা হয়েছে, তখনই দেশের কোথাও না কোথাও উগ্রবাদের হিংসাত্মক থাবা পড়ছে।