সিরাজগঞ্জ প্রতিনিধি: বাবা-মাকে মারপিটের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক তরুনকে ভ্রাম্যমান আদালতে ১০ মাস ১০দিনের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। অভিযুক্ত আরিফুল ইসলাম (২৫) উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামের আবু বক্কারের ছেলে। আহত বাবা-মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল আখতার জানান, অভিযুক্ত আরিফুল কোন কাজ কর্ম করে না, কিন্ত প্রায়ই বাবা-মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজে খরচ করে। আর টাকা নিতে অস্বীকার করলেই দ্ররিদ্র বাবা-মাকে মারপিট ও নির্যাতন করতো। বৃহস্পতিবার সকালে আরিফুলের বাবা আবু বক্কার নিজেদের জমি থেকে কচু তুলে বিক্রি করার জন্য বলায় ক্ষিপ্ত হয়ে আরিফুল তার বাবাকে মারপিট করতে থাকে। ঠেকাতে গেলে তার মাকেও আরিফুল মারপিট করে। এ ঘটনার পর স্থানীয়রা সম্বলিতভাবে আরিফুলকে আটকে রেখে আমাকে সংবাদ দেয়। পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছার পর ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালতে আরিফুলকে সাজা দেয়া হয়েছে। তার আহত বাবা-মাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।