রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের ক্ষেত্রে সাংবিধানিক জটিলতা প্রকাশ পাওয়ায় এবার বিষয়টিকে রাজনৈতিকভাবে সামলানোর প্রচেষ্টা শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত গড়ে তুলতে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য দুটি টিমও গঠন করা হয়েছে সংগঠন দুটির নেতাদের সমন্বয়ে। এরই মধ্যে বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াতের সঙ্গে তাদের আলোচনা হয়েছে, যদিও এ বৈঠককে অনানুষ্ঠানিক হিসেবে দাবি করেছেন ছাত্রনেতারা।
শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির অপসারণ নিয়ে বিএনপির সঙ্গে তাদের একটা অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।
তিনি বলেন, ‘আমরা তাদের কাছে জানতে চেয়েছি রাষ্ট্রপতিকে কীভাবে অপসারণ করা যায়। এ বিষয়ে তারা তাদের পয়েন্ট তুলে ধরেছে, আমরা আমাদের পয়েন্ট তুলে ধরেছি। একটা আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি।’
বিএনপির সঙ্গে বৈঠকে অন্য কোনো ইস্যু নিয়ে আলোচনা হয়েছি কিনা, তার জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বলেন, ‘এটাই (রাষ্ট্রপতির অপসারণ) মূলত আলোচনার বিষয় ছিলো। অন্য তেমন কোনো ইস্যু ছিলো না৷’