শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

রাজশাহী পয়েন্টে পদ্মার পানি কমতে শুরু করেছে

ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার তিন দিন পর বৃহস্পতিবার রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা বেড়েছিল ৪ সেন্টিমিটার।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল থেকে তা আবার কমতে শুরু করেছে। বৃহস্পতিবার রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা বেড়ে হয়েছিল ১৬ দশমিক ৩৪ সেন্টিমিটার। আজ সকাল ৬টায় সেই পানি ২ সেন্টিমিটার এবং সকাল ৯টায় আরও ১ সেন্টিমিটার কমেছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গতকাল সকাল ৯টা পর্যন্ত সময়ে ওই পয়েন্টে পানির উচ্চতা ৩ সেন্টিমিটার বাড়ে। তখন পানির উচ্চতা দাঁড়ায় ১৬ দশমিক ৩৩ মিটার। একই দিন সন্ধ্যা ৬টায় পানি আরও ১ সেন্টিমিটার বাড়ে। তখন রাজশাহী পয়েন্টে পানির মোট উচ্চতা দাঁড়ায় ১৬ দশমিক ৩৪ মিটার। আজ সকাল ৬টায় তা থেকে ২ সেন্টিমিটার কমে যায়। সকাল ৯টায় আরও ১ সেন্টিমিটার কমেছে।

উল্লেখ্য, ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গত শনিবার পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular