বিপ্লব নাথ (চট্টগ্রাম) : গত জুনে রাঙামাটিতে পাহাড় ধসে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএডিপি। অর্থ বিতরণের কাজে সংস্থাটিকে সহায়তা দিচ্ছে ব্যাংক এশিয়া।
সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২৫৪ পরিবারকে ১৫ হাজার ২০০ এবং আশিংক ক্ষতিগ্রস্ত ৬১৯ পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেয়া হয়।
বুধবার সকালে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ ফিরোজা বেগম চিনু। বক্তব্য দেন রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সেনা সদর জোনের কমান্ডার মো. রেদুয়ানুল ইসলাম, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
এ সহায়তা ইতিমধ্যে পাহাড় ধসের ক্ষতিগ্রস্ত রাঙামাটি সদরের আংশিক ও সম্পূর্ণ, কাউখালী উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দেয়া হয়েছে। অবশিষ্ট কাপ্তাই, বিলাইছড়ি, রাজস্থলী এবং জুরাছড়ি উপজেলায়ও এ সহায়তা দেয়া হবে জানিয়েছেন ইউএনডিপির রাঙামাটি এক কর্মকর্তা।