ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাই-প্রোফাইল ব্যক্তি যেমন- সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে, ফিরিয়ে দেয়া হচ্ছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ থেকে এ তথ্য জানানো হয়।
এদিকে জানা গেছে, এরইমধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়।
বর্তমানে দেশের সকল ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ।