নিউজ ডেস্ক:
দ্রুতগতিতে ছুটছিল স্কুটার। এক ব্যক্তির সেই স্কুটারে যাত্রী তার স্ত্রী ও সন্তান।
আচমকাই রাজপথে উল্টে যায় স্কুটারটি। সাক্ষাৎ মৃত্যু। কপাল জোরে বেঁচে যাওয়ার পর আরও চমক ছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চালক কোনওমতে রাস্তায় তোলার পর আরেক বিপত্তি। চালকের হাত ফসকে দ্রুত গতিতে স্কুটারটি দৌড়াতে থাকে। পরপর গাড়িতে ধাক্কা। তবে একজনও সেভাবে জখম হননি। আজব ঘটনার সাক্ষী রইলেন চীনের তাইঝু শহরের বাসিন্দারা।
নিশ্চিত মৃত্যু কিংবা গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকলেও কারোর কিছু হয়নি। প্রায় ৫০ কিলোমিটার গতিতে স্কুটারটি ছুটছিল। আচমকাই গাড়িটি উল্টে যায়। প্রায় ৩৬০ ডিগ্রিতে ঘুরে স্কুটারটি রাস্তার মাঝখানে আছড়ে পড়ে। যার অভিঘাতে স্কুটার থেকে পড়ে যান তিন আরোহী। এতবড় ঘটনা ঘটে গেলেও আরোহীদের তেমন আঘাত পাননি।
এরপর চালক উঠে যখন স্কুটারটিকে নিয় ইউ টার্নের চেষ্টা করেন তখন ঘটে যায় গোল। কোনও কারণে গাড়ির ব্রেক ফেল করে। আরোহী গাড়ি সামলাতে পারেননি। তাঁর হাত ছেড়ে স্কুটার দৌড়াতে থাকে। এরপর পরপর গাড়িতে ধাক্কা মারতে থাকে স্কুটারটি। কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
চীনের তাইঝু শহরের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাইঝু শহরটি জিয়াংশু প্রদেশের মধ্যে পড়ে। এই শহরে অফিস টাইমে প্রবল গাড়ির চাপ থাকে। সেই সময় এই দুর্ঘটনা ঘটে।