যাত্রাবিরতী শুরু করবে ‘বেনাপোল এক্সপ্রেস’

0
10

আজ থেকে চুয়াডাঙ্গা-দর্শনাসহ চারটি স্টেশনে
নিউজ ডেস্ক:আজ পহেলা নভেম্বর শুক্রবার থেকে চুয়াডাঙ্গা-দর্শনাসহ চারটি নতুন স্টেশনে যাত্রাবিরতী করবে রাজধানী ঢাকা এবং দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের মধ্যে চলাচলকারী আন্তনগর ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’। ট্রেনটি উভয় পথে চুয়াডাঙ্গা স্টেশন, দর্শনা হল্ট স্টেশন, ঝিকরগাছা ও কোটচাঁদপুর স্টেশনে দুই মিনিট যাত্রাবিরতী করবে। এ সময়ের মধ্যে যাত্রী ওঠানামা করতে পারবে। যাত্রাবিরতীর জন্য নতুন স্টেশন নির্ধারণের পর ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। যথারীতি সপ্তাহের ছয় দিন বেলা একটার সময় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি দর্শনা স্টেশনে পৌঁছাবে বেলা ৩টা ৪ মিনিটে এবং চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছাবে বেলা ৩টা ২৬ মিনিটে। গন্তব্য স্টেশন ঢাকায় পৌঁছাবে রাত ৮টা ৫৫ মিনিটে। এরপর আবারও রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে ট্রেনটি। ফিরতি পথে চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছাবে সকাল ৬টা ৮মিনিটে এবং দর্শনা স্টেশনে পৌঁছাবে ৬টা ২৯মিনিটে। সকাল ৮টা ৪৫মিনিটে ট্রেনটি বেনাপোল স্টেশনে ঢুকবে। উভয়পথে স্টেশনগুলোতে ২ মিনিট করে যাত্রা বিরতী করবে ‘বেনাপোল এক্সপ্রেস’।
এদিকে, ঘোষণার পর টিকিট বিক্রি শুরু হলে যাত্রাবিরতীর এক দিন আগেই সব আসনের টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই পুনরায় আসন বিন্যাস করে টিকিট বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।