এবিএস রনি,শার্শা (যশোর) প্রতিনিধি।। যশোর জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যার প্রতিবাদে শার্শা উপজেলা ছাত্রলীগের উদ্যেগে বাগআঁচড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি আকিব জাবেদ শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশেদ মিলন, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, প্রচার সম্পাদক অহিদুজ্জামান মোরাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ শিবলু, সদস্য সম্রাট মজুমদার, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সহ- সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন, প্রচার সম্পাদক সজল ইসলাম,কায়বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা চঞ্চল, সহ- সভাপতি মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ, আলামিন হোসেন রাসেল, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, সাধারণ সম্পাদক ইমন হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ছাত্রলীগ নেতা শাওন কবির, সজল সাব্বির, মেজবাউল হক বাবু প্রমুখ। এ সময় ছাত্রলীগের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।