দামুড়হুদা বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা, কথা রাখলেন ইউএনও
নিউজ ডেস্ক:দামুড়হুদায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দায়ে আব্দুল কাদের নামের এক লেগুনাচালকের সাত দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন মোবাইল কোর্ট। এ ছাড়া একই সময় বিল্লাল ও পাইলট নামের দুই ব্যাটারিচালিত ইজিবাইকের চালকের নিকট থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা গেছে, গতকাল নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান এ মোবাইল কোর্ট পরিচালনা করে সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং করার অপরাধে লেগুনাচালক রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার সাউরাইল গ্রামের মৃত মোতালেব ম-লের ছেলে আব্দুল কাদেরকে (২৮) মোটরযান অধ্যাদেশ আইন ১৯৮৩-এর ১৫৮ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন।
এ ছাড়া একই সময় ব্যাটারিচালিত দুই ইজিবাইকের চালক চুয়াডাঙ্গা জেলা সদরের ভিমরুল্লাহ গ্রামের ফয়জুলের ছেলে বিল্লাল (৩০) ও দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে পাইলটকে (২৪) মোটরযান অধ্যাদেশ আইন ১৯৮৩-এর ১৫৭ ও ১৫৮ ধারায় ৫০০ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক তপন কুমার নন্দী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্টিফিকেট সহকারী জিহন আলী মোবাইল কোর্ট পরিচালনার কাজে সহায়তা করেন। এ ছাড়া গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা দর্শনা রেলবাজারস্থ আল আমিন ফার্মেসির মালিক তারিকুল ইসলামের বিরুদ্ধে মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য আইন ২০১৩-এর ৫ ও ১২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।