নিউজ ডেস্ক:পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুর সদরে এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ও মুজিবনগরে জিয়াউদ্দীন বিশ্বাস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এদিকে, গতকাল গাংনীতে ভোটগ্রহন শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়রম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। তিনি ১৯ হাজার ৪শ’ ৯৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি তার নৌকা প্রতীকে ৪৭ হাজার ৩শ’ ৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮শ’ ৬৬ ভোট।
এদিকে, মেহেরপুর সদর উপজেলায় ইভিএম প্রযুক্তিতে ভোটগ্রহন করা হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যন পদে মোমিনুল ইসলাম বিজয়ী হয়েছেন। মেহেরপুর সদরে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী এ্যাড. ইয়ারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা বিনা প্রতিদ্বন্দ্বীয় জয়লাভ করায় শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট প্রদান করেন ভোটাররা।
মেহেরপুর সদর উপজেলায় ১ লাখ ৯৩ হাজার ৮৩৩ জন ভোটারের মধ্যে পোল হয়েছে ৬০ হাজার ৫৫২। ভোট প্রদানের হার ৩১ দশমিক ২৪ ভাগ। বিজয়ী মোমিনুল ইসলাম (মাইক) ২৮ হাজার ১৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হান্নান (বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ১৫ হাজার ২৭৫ ভোট। এছাড়া মতিয়ার রহমান (চশমা) পেয়েছেন ১৩৩৮৩ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে আনারুল ইসলাম (টিউবয়েল) ১০৯৩ ভোট, মাসুদ রানা (তালা) ১০০১ ভোট, নিশান সাবের (পালকি) ৯১১ ভোট, সহিদুজ্জামান সুইট (টিয়া) ৩৪১ ভোট, রাশেদুজ্জামান রাশেদ লতিফ (উড়োজাহাজ) ৩৬৩ ভোট পেয়েছেন। এ পদে মোট লড়েছেন ৮ জন।
অপরদিকে মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউদ্দিন বিশ^াস বিনা প্রতিদ্বন্দ্বীয় জয়লাভ করায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে ভোট প্রদান করেন ভোটাররা। ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা খাতুন জয়লাভ করেছেন। মুজিবনগর উপজেলায় ৭৫ হাজার ৭৮৯ জন ভোটারের মধ্যে ২০ হাজার ৬৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার মাত্র ২৭ ভাগ। ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম মোল্লা (টিউবওয়েল) ১৪ হাজার ৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকনুজ্জামান রোকন (তালা) পেয়েছেন ৫ হাজার ৩৩০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা খাতুন (হাঁস) ১১ হাজার ৩২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তকলিমা খাতুন (কলস) পেয়েছেন ৮ হাজার ৮২৯ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান (চশমা) ২০২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা খাতুন (ফুটবল) পেয়েছেন ১১৯ ভোট।