নিউজ ডেস্ক:মেহেরপুর শহরে আরএফএলের ডিলার থাকা সত্ত্বেও অন্য এলাকার ডিলার এসে মেহেরপুর শহরে পণ্য বিক্রির অভিযোগে আরএফএলের মালামাল আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে আরএফএলের মেহেরপুরের ডিলার শহরের কাঁসারী বাজারের ব্যবসায়ী রিপন আলগামনবোঝায় আরএফএলের মালামাল আটক করেন। রিপন বলেন, ‘আমি মেহেরপুর জেলার আরএফএলের ডিলার। নিয়ম অনুযায়ী এক জেলায় দুজন ডিলার থাকার কথা নয়। এরপরও আরএফএল মেহেরপুরের গাংনী উপজেলায় মতিয়ার রহমান নামের এক ব্যবসায়ীকে ডিলার দিয়েছে। গাংনীর ডিলার মতিয়ার রহমানের ছেলে মারুফ আলগামন নিয়ে মালামাল বিক্রি করতে মেহেরপুর শহরে এলে আরএফএলের সব মালামাল আটক করা হয়।’ এ বিষয়টি হোটেল বাজার ব্যবসায়ী সমিতিকে অবহিত করা হলে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন বলেন, ’এক জেলায় আরএফএলের দুজন ডিলার দেওয়া ঠিক হয়নি। বিষয়টি নিয়ে আমরা বসব।’