মেহেরপুরে ৬ ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায়

0
12

নিউজ ডেস্ক:সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার দায়ে ৬ ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এদিন মেহেরপুর শহরের বিভিন্ন এলাকার রড সিমেন্টের দোকান, কসমেটিক ও অন্যান্য দোকানে এ আদালত বসানো হয়। এ সময় সরকারি আইন অমান্য করে দোকান খোলার দায়ে ৬ ব্যক্তির নিকট থেকে ৫ হাজার ৮ শ টাকা জরিমানা আদায় করা হয়।