নিউজ ডেস্ক: মেহেরপুর-আশরাফপুর সড়কে সড়ক দূর্ঘটনায় জাহানারা খাতুন (৪৮) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে দূর্ঘটনার পর মেহেরপুর জেনারেল হাসপাতালে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ঘাতক মাটি বোঝাই ট্রাক্টরটি আটক করে। দুই সন্তানের জননী নিহত জাহানারা খাতুন মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের বিশ্বাসপাড়ার মনোরুদ্দিন ওরফে মনুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান- এদিন দুপুর ২টার দিকে মেহেরপুর শহর থেকে বাজার করে প্রতিবেশী দুখু মিয়ার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহানারা খাতুন। পথিমধ্যে আমদহ গ্রামের স্কুলপাড়ার কাছে পৌঁছালে মাঠ থেকে একটি মাটি বোঝায় ট্রাক্টর রাস্তার উপরে উঠে পড়ে এবং মোটরসাইকেলটি ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছন থেকে জাহানারা খাতুন পড়ে যান। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এছাড়া চালকা পালিয়ে গেলেও ট্রাক্টর আটক করে পুলিশকে খবর দেন। মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।