মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কারাগারে

0
15

নিউজ ডেস্ক:নারী ও শিশু নির্যাতন আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শুকুর আলীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালের দিকে গাংনী থানার পুলিশ তাঁকে আটক করে। আটক শুকুর আলী গাংনী উপজেলার মালসাদহ গ্রামের ওসমান আলীর ছেলে। সম্প্রতি নারী ও শিশু নির্যাতন দমন আদালত তাঁকে এক বছর সশ্রম কারাদ-, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেন। সেই থেকে শুকুর আলী পলাতক ছিলেন। শুকুর আলীকে আটক করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।