মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনীতে কৃষক ইয়ারুল ইসলাম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ পাওয়া পলাতক আসামী তরিকুল ইসলাম আদালতের মাধ্যমে আত্মসর্ম্পন করেছেন। বুধবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসার আদালতে তিনি আত্মসর্ম্পন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তরিকুল ইসলাম গাংনী উপজেলার খড়মপুর গ্রামের ইমাদুল আলীর ছেলে। এরআগে গত মঙ্গলবার ২০০৪ সালের ৩১ অক্টোবর রাতে উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে কৃষক ইয়ারুল ইসলামকে গলাকেটে হত্যা মামলায় তিনি সহ ৬ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডাদেশর আদেশ দেন বিচারক।