মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ ‘‘চালালে গাড়ী সাবধানে, বাঁচবে সবাই প্রাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে যানবাহন আরএফআইডি ট্যাগসহ ডিজিটাল নাম্বার প্লেট বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে বিআরটিএ মেহেরপুর অফিসের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্তরে ডিজিটাল নাম্বার প্লেট বিতরণের উদ্বোধন করা হয় । জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময় সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহম্মেদ, বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) আতিয়ার রহমান, বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেল মোটরযান পরিদর্শক এস এম সবুজ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক উল আলম, , বিআরটিএ এর সিল ম্যাকানিক আবুল হাসান মিঠু প্রমূখ । উদ্বোধন দিনে ১০০টি মটরযান গাড়ীর ডিজিটাল নাম্বার প্লেট বিতরন করা হয়।