মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের নিয়ে মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা ড. নাজমুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান মানিক, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ। আলোচনায় সভায় জেলার সকল মৎস্য চাষীরা অংশ নেন।