মেহেরপুরে মদনাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

0
26

নিউজ ডেস্ক:

মেহেরপুরের মদনাডাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রোকেয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রোকেয়া খাতুন সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামের মরহুম মেসের আলীর স্ত্রী।জানাযায়, মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মদনাডাঙ্গা নামক স্থানে চলন্ত পিকআপ ( ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য ব্যবহৃত) এর ধাক্কায় রোকেয়া খাতুনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৬ টার দিকে নিয়মিত ব্যায়ামের উদ্দেশ্যে হাটতে বাড়ি থেকে বের হয় বৃদ্ধ রোকেয়া খাতুন। কিছুক্ষণ পর কুষ্টিয়ার দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, প্রায় দুই যুগ পূর্বে তার স্বামী একই স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। এ ঘটনায় ওই এলাকায় শোক নেমে এসেছে।ঘটনার পর সেখানে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।